► নদী: পালরদী ও আড়িয়াল খাঁ আলীনগর ইউনিয়নের একটি স্থায়ী নদী যা অত্র ইউনিয়নের ১.২.৩.৪.৫.৬.৭ নং ওয়ার্ড এর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এটি মাদারীপুরের আড়িয়াল খাঁ নদীর সাথে মিশ্রিত হয়েছে। পালরদী আড়ীয়াল খার শাখা নদী পদ্মার শাখা নদী ।
► খালঃ আলীনগর ইউনিয়ন পরিষদের ভবনের পিছন দিয়ে শুরু করে সরাসরি আলীনগর ইউনিয়নের ভিতর দিয়ে এই খালটি প্রবাহিত হয়। যার কারনে এই ইউনিয়নের নৌ পথের যোগাযোগ ও খুব সুন্দর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস